কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাব এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে উলিপুর প্রেস ক্লাব’র আয়োজনে জাঁকজমক ভাবে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল দশ ঘটিকায় কর্মসূচির শুরুতে জাতীয় সংগীত এর মাধ্যমে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
পরে একটি র্যালী প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এতে সূধিজন ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালি শেষে প্রেসক্লাবের হলরুমে কেট কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাংবাদিক বাবুল ইতির সঞ্চালনায় সুচনা বক্তব্য রাখেন নব গঠিত কমিটি'র সভাপতি মমতাজুল হাসান করিমী, সাংবাদিক নুরুজ্জামান সরকার দপ্তর সম্পাদক উলিপুর প্রেসক্লাব, সিনিয়র সাংবাদিক নুরবক্ত মিয়া কার্যকারি সদস্য উলিপুর প্রেসক্লাব,কমরেড দেলোয়ার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক কবি ও গবেষক আবু হেনা মোস্তফা , সাংগঠনিক সম্পাদক বণিক সমিতি নেতা নুরে আলম সিদ্দিকী, ইকবাল হাসান চাঁদ সহসভাপতি উলিপুর বণিক সমিতি, সাংবাদিক শহিদুল ইসলাম বাবুল সহসভাতি উলিপুর প্রেসক্লাব, সাংবাদিক লক্ষণ সেন গুপ্ত সাধারণ সম্পাদক নবগঠিত কমিটি উলিপুর প্রেসক্লাব, মোঃ তৈহীদুর রহমান সভাপতি বাংলাদেশ জামায়াতি ইসলাম। কুড়িগ্রাম জেলা সাংবাদিক মোঃ হুমায়ুন কবির সূর্য নিউজ ২৪,এ্যাডভোকেট আহসান হাবীব দুলু, সাবেক সভাপতি কুড়িগ্রাম প্রেসক্লাব।
আর-ও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পেপার সাংবাদিক বৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫