|
প্রিন্টের সময়কালঃ ১৬ জানুয়ারি ২০২৫ ০৬:৫১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জানুয়ারি ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির হাতে ১৩৫ বোতল মদ জব্দ


কুড়িগ্রাম সীমান্তে বিজিবির হাতে ১৩৫ বোতল মদ জব্দ


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এমনই স্লোগানকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রামের রৌমারী বড়াইবাড়ি সীমান্তে বিজিবির টহলদল সীমান্ত পিলার ১০৬৭/৪ এস হতে গোপন সংবাদের ভিত্তিতে ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। 
 

গতকাল শনিবার সহকারি পরিচালক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 
 

(৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান বলেন, বড়াইবাড়ি সীমান্ত নামক স্থান দিয়ে মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের সময় বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৭/৪ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়াইবাড়ি নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল মদ আটক করা হয়। 
 

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে সীমান্ত সুরক্ষার দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫