নেত্রকোণায় ডিবি পরিচয়ে বাসে ডাকাতির চেষ্টা, দুই ডাকাত আটক

ঢাকা প্রেস
বিশেষ প্রতিনিধি (নেত্রকোণা):-
নেত্রকোণার পূর্বধলায় ডিবি পরিচয়ে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টা চালানোর সময় দুই ব্যক্তিকে সেনাবাহিনী গ্রেফতার করেছে। এই ঘটনাটি শনিবার রাত ১১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের হামিদপুর বাজার এলাকায় ঘটে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে খায়রুল ইসলাম (৪২) এবং একই উপজেলার শ্যামগঞ্জ এলাকার আব্দুল হালিম মাস্টারের ছেলে আল মামুন (৪৪)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
নেত্রকোনা সেনাক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানিয়েছেন, গত রাতে ঢাকাগামী একটি সেন্টমার্টিন পরিবহনের বাসকে ডাকাতির উদ্দেশ্যে থামিয়ে এই দুই ব্যক্তি বাসে উঠে ডিবি পরিচয় দিয়ে যাত্রীদের তল্লাশি শুরু করে। এতে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়। যানজট দেখে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে।
সেনাবাহিনীর কর্মকর্তা আরও জানিয়েছেন, গ্রেফতারের সময় এই দুই যুবক পালানোর চেষ্টা করে। জব্দ করা মোটরসাইকেলসহ তাদের পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫