ঢাকা প্রেস নিউজ
ঢাকা মহানগরীতে উল্টোপথে রিকশাচালকদের যেতে প্ররোচিত করা এবং আইনি প্রয়োগে বাধা দেওয়ার ক্ষেত্রে যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে উল্টোপথে সরকারি যানবাহন চলাচল করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের বিভিন্ন সড়কে রিকশা ও ব্যাটারিচালিত রিকশাগুলো (যেগুলো ঝুঁকিপূর্ণ) নিয়মবহির্ভূতভাবে উল্টোপথে চলাচল করছে, আর প্রায় সব ক্ষেত্রেই যাত্রীরা রিকশাচালকদের উল্টোপথে যেতে প্ররোচিত করেন। এর পাশাপাশি ঢাকা মহানগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে, যেখানে রিকশার চলাচল অনুমোদিত নয়, সেখানেও রিকশা চলতে দেখা যায় এবং যাত্রীরা চালকদের অননুমোদিত সড়কে প্রবেশ করতে উৎসাহিত করেন।
এভাবে উল্টোপথে চলাচল করার কারণে সড়কে যানজট সৃষ্টি ও দুর্ঘটনা ঘটছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকার বিভিন্ন সড়কে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশাগুলোও উল্টোপথে চলাচল করছে এবং এর ফলে সড়ক দুর্ঘটনা এবং যানজট বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া, যখন ট্রাফিক পুলিশ উল্টোপথে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে যায়, তখন অনেক ক্ষেত্রে যাত্রী ও চালক আইন প্রয়োগে বাধা প্রদান করেন। এমন পরিস্থিতিতে আইন অনুযায়ী সংশ্লিষ্ট যাত্রী ও চালককে গ্রেপ্তার করে আইন হাতে সোপর্দ করা হয়।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি যানবাহন এবং বিভিন্ন পেশাজীবী পরিচয় বহনকারী যানবাহন (যেমন সরকারি দপ্তরের নামযুক্ত যানবাহন) উল্টোপথে চলাচলের পাশাপাশি অবিবেচনাপ্রসূতভাবে সড়কে পার্কিং করে যানজট সৃষ্টি করে। সম্প্রতি সরকারি কর্মকর্তারা উল্টোপথে চলাচলের কারণে গ্রেপ্তার হয়ে আদালতে প্রেরিত হয়েছেন।
এ অবস্থায় ঢাকা মহানগরীতে রিকশা যাত্রী, রিকশাচালক, মোটরসাইকেল চালক, সরকারি যানবাহন চালক এবং অন্যান্য চালকদের উল্টোপথে না চলাচল করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া, যাত্রীদের অননুমোদিত যানবাহনে ভ্রমণ না করার, উল্টোপথে প্ররোচিত না করার এবং ট্রাফিক পুলিশের সঙ্গে অযাচিত বাগবিতণ্ডায় না জড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে এবং এ বিষয়ে ঢাকা মহানগরী পুলিশ (ডিএমপি) সকলের সহযোগিতা কামনা করছে।