|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০২:৫৬ অপরাহ্ণ

ধরা ছোঁয়ার বাইরে ইলিশ, সপ্তাহ ব্যবধানে দর বেড়েছে আট শতাংশ


ধরা ছোঁয়ার বাইরে ইলিশ, সপ্তাহ ব্যবধানে দর বেড়েছে আট শতাংশ


ভরা মৌসুমেও ধরা ছোঁয়ার বাইরে ইলিশের দর। ভরা মৌসুমেও সাধারণ মানুষের নাগালে নেই জাতীয় মাছ ইলিশ। টিসিবির হিসাব বলছে, সপ্তাহ ব্যবধানে ইলিশের দর বেড়েছে আট শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় যা বৃদ্ধি পায় ৩৫ শতাংশ। বাজার ঘুরে দেখা যায়, ৭শ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। আর এক কেজির বেশি ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত।


কমেনি ব্রয়লার ও সোনালী মুরগির দাম , বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। আর বাজার ভেদে ডিমের ডজন ঠেকেছে ১৭০ টাকা পর্যন্ত। এদিকে অধিকাংশ সবজির দর অপরিবর্তিত থাকলেও বেড়েছে বেগুন ও কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ গুনতে হচ্ছে আড়াইশ টাকা আর বেগুনের দাম ঠেকেছে ১৮০ টাকা পর্যন্ত। আলু-পেঁয়াজে মেলেনি স্বস্তি। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি আদার দাম বেড়েছে ৬০ টাকা পর্যন্ত।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫