ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে ‘সম্মানজনক’ সম্পর্কের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ মে ২০২৫ ০২:৩৭ অপরাহ্ণ   |   ৮৫ বার পঠিত
ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে ‘সম্মানজনক’ সম্পর্কের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

অনলাইন ডেস্ক:-

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্মানভিত্তিক, কার্যকর বাণিজ্য চুক্তি চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউরোপীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর এমন প্রতিক্রিয়া জানিয়েছে ইইউ।
 

ইইউর বাণিজ্য কমিশনার মারোস সেফকভিস বলেন, "আমরা আলোচনায় সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাদের লক্ষ্য এমন একটি চুক্তি, যা উভয় পক্ষের জন্য লাভজনক। ইউরোপ-আমেরিকা সম্পর্ক অনন্য, এবং তা পারস্পরিক সম্মানের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত।"
 

শুক্রবার ট্রাম্প জানান, ইউরোপের সঙ্গে আলোচনা আশানুরূপ না হলে ১ জুন থেকে বাড়তি শুল্ক কার্যকর হবে। তবে ইউরোপীয় কোম্পানির বড় বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখাতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।
 

যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, এবং আমদানি করেছে ৩৭০ বিলিয়ন ডলারের পণ্য।
 

ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ইউরোপীয় নেতারা সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন।

  • আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, “এই পথে না গিয়ে আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা উচিত।”

  • ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানান, “উত্তেজনা কমাতে চাই, তবে প্রয়োজনে প্রতিক্রিয়া জানাতেও প্রস্তুত।”

  • জার্মান অর্থমন্ত্রী ক্যাথেরিনা ঘাইচা বলেন, “আমরা চাই ইইউ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাক।”

  • নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক সমন্বয়ের নজির রয়েছে।”
     

প্রসঙ্গত, এপ্রিলের শুরুতে ট্রাম্প ইইউর বেশিরভাগ পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন। পরে তা তিন মাসের জন্য স্থগিত রেখে আপাতত ১০ শতাংশ শুল্ক কার্যকর রাখেন।
 

ট্রাম্প ইউরোপের সঙ্গে বাণিজ্যে ভারসাম্যহীনতার অভিযোগ তুলেছেন। বিশেষ করে গাড়ি ও কৃষিপণ্যে তার অসন্তোষ বেশি। এমনকি আমেরিকায় তৈরি না হলে অ্যাপলের আইফোনসহ যেকোনো স্মার্টফোনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দেন তিনি।
 

এই হুমকির প্রভাবে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজারে পতন ঘটে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৭ শতাংশ কমে যায়, আর জার্মানির ডিএএক্স ও ফ্রান্সের ক্যাক ৪০ সূচক পড়ে ১.৫ শতাংশেরও বেশি।