নকআউট পর্বে মেসির মিয়ামির প্রতিপক্ষ হবে কারা

জিততে ভুলে যাওয়া ইন্টার মিয়ামি বদলে গেল আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির ছোঁয়ায়। মেসি আসার পর যুক্তরাষ্ট্রের এই দলটি তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়। ২৬ জুলাই ভোরেই লিগস কাপের ‘রাউন্ড অব ৩২’ এ খেলা নিশ্চিত করেছিল মিয়ামি। নকআউট পর্বে মেসিদের প্রতিপক্ষ কারা হবে, সেই অপেক্ষায় ছিল ফুটবলপ্রেমিরা।
অবশেষে জানা গেল, মেসিদের প্রতিপক্ষের নাম। ‘রাউন্ড অব ৩২’-এ ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ফ্লোরিডারই আরেক ক্লাব ওরল্যান্ডো সিটি। ২ আগস্ট ইন্টার মিয়ামির ঘরের মাঠ ডিআরভি পিঙ্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচে জিতলে শেষ ষোলোর জন্য কোয়ালিফাই করবে মেসি বাহিনী।
নিজেদের গ্রুপে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে নকআউটে কোয়ালিফাই করে ইন্টার মিয়ামি। দুই ম্যাচে মেসি করেছেন ৩ গোল ও এক অ্যাসিস্ট। অন্যদিকে, দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে সেরা হয়েছে ওরল্যান্ডো সিটি। আজ রবিবার ভোরে মেক্সিকোর ক্লাব সান্তোস লাগুনাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ওরল্যান্ডো।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫