|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জুন ২০২৪ ০৪:২৭ অপরাহ্ণ

সাকিব এক ওভারের বেশি বল না করায় অবাক হয়েছেন তামিম


সাকিব এক ওভারের বেশি বল না করায় অবাক হয়েছেন তামিম


নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরেছে বাংলাদেশ। তবে চলতি বিশ্বকাপে ভালো করতে পারছেন না সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন ১ ওভার। দিয়েছেন যদিও মাত্র ৬ রান। তবে তাকে আর বোলিংয়ে আনেননি টাইগার অধিনায়ক শান্ত।
ক্রিজে ডেভিড মিলার থাকায় তিন ওভার মাহমুদউল্লাহ রিয়াদকে দিয়ে বোলিং করান বাংলাদেশের অধিনায়ক। রিয়াদ তার ৩ ওভারে ১৭ রান দেন। দক্ষিণ আফ্রিকা ২৩ রানে ৪ উইকেট হারানোয় এবং তারা চাপে থাকায় সাকিবকে বোলিং করানো যেত বলে মন্তব্য করেছেন তামিম।
ক্রিনইনফোর পডকাস্টে তামিম বলেন, ‘চার-ছয় খাওয়ার পরও উইকেট নিয়েছে তানজিম সাকিব। সে খুব আত্মবিশ্বাসী ক্রিকেটার। বলের পেস দারুণভাবে পরিবর্তন করেছে। উইকেট তাকে কিছুটা সহায়তা করেছে সত্যি, তবে খুব ভালো বোলিং করেছে সে। উইকেটের চাহিদা মতো বল করেছে। যুক্তরাষ্ট্র পর্বে পেসাররা তাদের কাজটা ভালো মতোই করেছে।’
সাকিবের বল না করা ও রিয়াদের ৩ ওভার বল করা নিয়ে তামিম বলেন,
‘খুবই বিস্মিত হয়েছি, মাহমুদউল্লাহ ৩ ওভার বোলিং করেছেন এবং ভালো করেছেন। কিছুটা অবাক হয়েছি সাকিব আরও (১ ওভারের বেশি) বোলিং না করায়। হয়তো ক্রিজে থাকা মিলারের কথা ভেবে। তবে সাকিবকে আক্রমণে এনে ক্লাসেনকে চ্যালেঞ্জ জানানোর ভালো সুযোগ ছিল।’ 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫