|
প্রিন্টের সময়কালঃ ০৭ মার্চ ২০২৫ ০৫:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৫ ০১:০৫ অপরাহ্ণ

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার জার্নি: বিমানে ক্লান্তির কাহিনি


নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার জার্নি: বিমানে ক্লান্তির কাহিনি


স্পোর্টস ডেস্ক:-

 

২০ সেকেন্ডের একটি রিলসে পুরো জার্নিটি মজারভাবে তুলে ধরেছেন নিউজিল্যান্ড দলের মিডিয়া ম্যানেজার। দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হয় রাত ৮টা ১৫ মিনিটে। তারপর স্টেডিয়ামে ডিনার, রাত ৮টা ৪০ মিনিটে। হোটেল ফিরে ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে যেতে যেতে রাত ১২টা ৫০ মিনিট। প্লেনের বোর্ডিং পাস নেন রাত ১টা ১৫ মিনিটে। লাহোরে পৌঁছান সকাল ৭টা ৪০ মিনিটে এবং হোটেলে ফিরে আসেন সকাল ৮টা ৩০ মিনিটে। দুবাই থেকে লাহোরে সেমিফাইনাল খেলতে আসতে নিউজিল্যান্ডের প্রায় ১২ ঘণ্টার যাত্রা সম্পন্ন হয়।
 

রিলসটির উদ্দেশ্য ছিল তাদের শরীরের ওপর কতটা চাপ পড়েছে তা ফুটিয়ে তোলা। তবে নিউজিল্যান্ডের চেয়েও বেশি ক্লান্তি সহ্য করতে হয়েছে দক্ষিণ আফ্রিকানদের। ইংল্যান্ডকে হারানোর পর তাদের করাচি থেকে দুবাই পৌঁছাতে হয়েছে। সেখানে এক দিন অপেক্ষা করার পর ফের দুবাই থেকে লাহোরে যেতে হয়েছে। ‘জার্নি বাই প্লেন’-এর ক্লান্তি ঝেড়ে দু’দল আজ সেমিফাইনালে মুখোমুখি হবে।
 

এই ভ্রমণের মূল কারণ হাইব্রিড মডেল। ভারতের পাকিস্তানে না খেলার কারণে ইংল্যান্ড ম্যাচের পর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দুটি দলকেই দুবাই যেতে হয়েছে। সেদিন যদি নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে জয়লাভ করত, তাহলে দক্ষিণ আফ্রিকাকে দুবাই থেকে লাহোরে যেতে হত। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ক্লাসেন বলেছেন, "এই ভ্রমণ আমাদের জন্য আদর্শিক ছিল না, তবে আমরা অন্তত দুবাইয়ে কিছু সময় কাটিয়েছি। আমরা জানতাম, কোনো এক দলের ভ্রমণ করতে হবে। দুর্ভাগ্যবশত, তা আমাদেরই হয়েছে।"
 

দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা তাদের ক্লান্তি নিয়ে কোনো অভিযোগ করেননি। পাকিস্তানে নিরাপত্তার কারণে তারা হোটেল থেকে বাইরে যেতে পারেননি, তবে দুবাইতে সেই সুযোগ কাজে লাগিয়ে কিছুটা বিশ্রাম নিয়েছেন। নিউজিল্যান্ড দলও একই পথে করাচি এবং দুবাই হয়ে লাহোর পৌঁছেছে, এবং তারা আকাশপথের ক্লান্তি মেনে নিয়েছে।
 

"এটা এমন কিছু যা আমাদের হাতে ছিল না, তাই আমরা এ নিয়ে ভাবছি না। এখন আমাদের সব মনোযোগ সেমিফাইনাল ম্যাচে," বলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫