১৪ দেশের নাগরিকদের ভিসা প্রদানে বিশেষ সতর্কতা

ঢাকা প্রেস নিউজ
বিশ্ব ইজতেমা উপলক্ষে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে ১৪টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সরকার বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন শাখার উপসচিব কানিজ ফাতেমার স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি বাংলাদেশের বিদেশে অবস্থিত সব মিশনের রাষ্ট্রদূতদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাদ, মালি, তিউনিসিয়া, ফিলিস্তিন এবং ইসরায়েলের নাগরিকদের ভিসার আবেদন যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আবেদনকারীদের জমা দেওয়া প্রাসঙ্গিক নথিপত্র যথাযথ যাচাইয়ের পরেই ভিসা প্রদান করা হবে।
গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ওই সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, সব বিদেশি মেহমানের তালিকা, তাদের নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ, পাসপোর্ট ইস্যুর তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য আগামী ২০ ডিসেম্বরের মধ্যে তাবলিগ জামায়াতের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীরা বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজন করবেন। এরপর ৭ থেকে ৯ ফেব্রুয়ারি একই স্থানে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে, যা আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫