|
প্রিন্টের সময়কালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৫ ০৬:২৩ অপরাহ্ণ

তরুণ প্রজন্মকে ক্ষমতা বা সংসদের লোভ দেখিয়ে কেনা যাবে না: হাসনাত


তরুণ প্রজন্মকে ক্ষমতা বা সংসদের লোভ দেখিয়ে কেনা যাবে না: হাসনাত


ঢাকা প্রেস,চুয়াডাঙ্গা প্রতিনিধি:-

 

তরুণদের ক্ষমতা বা সংসদের আসনের লোভ দেখিয়ে প্রভাবিত করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
 

সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত রাইজিং ছাত্র জনতার মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।


হাসনাত আব্দুল্লাহ বলেন, "ক্ষমতা বা সংসদের আসনের প্রলোভনে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। আমাদের আগের প্রজন্ম হাসিনার কাছে বিক্রি হয়নি, আওয়ামী লীগও আমাদের কিনতে পারেনি। এই তরুণ প্রজন্মকেও কেউ কিনতে পারবে না। বরং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করুন। বেঈমানি না করে জনগণের জন্য কাজ করুন।"


তিনি আরও বলেন, "আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, তা পরে দেখা যাবে। তার আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের বিচারও করতে হবে। আওয়ামী লীগের কমিটি ধরে ধরে তাদের বিচার নিশ্চিত করতে হবে। যারা আমাদের গণঅভ্যুত্থান দেখেছেন, তারা জানেন—আমাদের হারানোর কিছু নেই। তাই প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানাই, আওয়ামী লীগের বিচার দাবি তোলার জন্য ঐক্যবদ্ধ হন।"


রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, "ক্ষমতামুখী রাজনীতি নয়, জনতামুখী রাজনীতি করুন। যারা ক্ষমতালোভী হয়েছে, তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। জনতামুখী হলে তরুণ প্রজন্মের সমর্থন পাবেন।"


পুলিশ প্রশাসনকে সতর্ক করে হাসনাত বলেন, "হাসিনার পথে হাঁটবেন না। ক্ষমতাকে অনুসরণ করবেন না। যদি রাজনৈতিক দলের দালালি করেন, তাহলে হারুন-বেনজীরদের মতো দেশ ছেড়ে পালাতে হবে।"


সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সেলের সদস্য মোল্লা ফারুক এহসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম।
 

সভায় সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম অর্ক এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব সাফফাতুল ইসলাম।


ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক কাঠামো বাস্তবায়নে নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণদের সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগ ভবিষ্যৎ আন্দোলনের শক্তি হিসেবে কাজ করবে বলে মত দেন বক্তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫