|
প্রিন্টের সময়কালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩১ অপরাহ্ণ

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে ম্যাটস শিক্ষার্থীরা


দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে ম্যাটস শিক্ষার্থীরা


ঢাকা প্রেস নিউজ
 

চার দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
 

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মুজাহিদুল ইসলাম সোমবার সকালে সমকালকে জানান, শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
 

এর আগে, রোববার সচিবালয়ের দিকে লংমার্চ করলে পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেডের শিকার হন শিক্ষার্থীরা। এতে নারী শিক্ষার্থীসহ অন্তত ১১ জন আহত হন, যাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
 

রোববার বিকেলে শাহবাগ থেকে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করলে শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে শিক্ষার্থীরা কদম ফোয়ারা, মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দিকে সরে যান।
 

শিক্ষার্থীদের প্রধান চারটি দাবি হলো—
১, শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া এবং নতুন পদ সৃষ্টি
২, প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলামের সংশোধন
৩, ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ
৪, স্বতন্ত্র শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা

 

উল্লেখ্য, গত জানুয়ারিতেও একই দাবিতে ম্যাটস শিক্ষার্থীরা কারওয়ান বাজার ও জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ ও অবরোধ করেছিলেন।
 

বর্তমানে দেশে ১৬টি সরকারি ও ৫১টি বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি অর্জন করেন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ‘স্বাস্থ্য সহকারী’ হিসেবে কর্মসংস্থানের সুযোগ পান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫