|
প্রিন্টের সময়কালঃ ১৯ অক্টোবর ২০২৫ ০৫:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ অক্টোবর ২০২৫ ০৬:৪৩ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক এনামুল হক নাসিম


চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক এনামুল হক নাসিম


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:


 

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় শহরের প্রাণকেন্দ্র বড়ইন্দারা মোড়ের আজিজী টাওয়ারে প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতভাবে এ কমিটি গঠন করা হয়।
 

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মো. শামসুল ইসলাম টুকু। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি হাসান আলী। প্রধান অতিথি ছিলেন আদিনা ফজলুর হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ মাজহারুল ইসলাম তরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী অধ্যাপক ও সমাজসেবক মিয়া মোহাম্মদ আলি আফজাল আজিজী, শংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির এবং চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট ড. তফিকুল ইসলাম।
 

নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সংবাদ–এর জেলা প্রতিনিধি মো. হাসান আলী (ডলার)। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক চিত্র দৈনিক, এশিয়া বানীমুসলিম টাইমস–এর জেলা প্রতিনিধি এনামুল হক নাসিম।
 

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—

  • সিনিয়র সহসভাপতি: আব্দুল্লাহ আল মামুন সরকার (দৈনিক আজকের দর্পণ, ডেইলি পোস্ট)

  • সহসভাপতি: মো. সাইফুল ইসলাম (দৈনিক এ’বাংলা)

  • যুগ্ম সাধারণ সম্পাদক: মুহা. মফিজুর রহমান আহমদ (দৈনিক বর্তমান)

  • কোষাধ্যক্ষ: লক্ষ্মণ চন্দ্র দাস (দৈনিক প্রথম প্রহর)

  • সাংগঠনিক সম্পাদক: মো. দুরুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার)

  • প্রচার সম্পাদক: ইস্তিহাক আহমেদ হিমেল (দৈনিক এশিয়ান এইজবাংলাদেশ কণ্ঠ)
     

নির্বাহী সদস্যবৃন্দ:
আমিনুল ইসলাম আবির (দৈনিক স্বাধীনদেশ), সামিউল বাশির সোহেল (দৈনিক দেশ প্রতিদিন), মিজানুর রহমান (দৈনিক রূপবানী) এবং রোকসানা ইয়াসমিন জিনাত (দৈনিক লাখোকণ্ঠ)।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাব জেলার সাংবাদিকতার ঐতিহ্য ও গৌরবের প্রতীক। গণমাধ্যমকর্মীদের ঐক্যের এই বন্ধন আগামী দিনগুলোতে আরও দৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
 

প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে প্রেসক্লাব পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
 

অনুষ্ঠানের শেষে বায়তুন নূর জামে মসজিদের খতিব মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫