|
প্রিন্টের সময়কালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৫ ০২:০৭ অপরাহ্ণ

শপথের পর বাংলাদেশের সঙ্গে প্রথম চুক্তি ট্রাম্প প্রশাসনের


শপথের পর বাংলাদেশের সঙ্গে প্রথম চুক্তি ট্রাম্প প্রশাসনের


ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশ সরকারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। এটি ট্রাম্পের শপথ গ্রহণের পর বাংলাদেশের সঙ্গে প্রথম চুক্তি। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
 

শনিবার (২৫ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, “বাংলাদেশ সরকার আজ ট্রাম্প প্রশাসনের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের ওপর ভিত্তি করে একটি ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমরা প্রথম দেশ হিসেবে তার প্রশাসনের সঙ্গে কোনো ডিল সাইন করলাম। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জনপ্রিয় স্লোগান ‘ড্রিল, বেবি, ড্রিল’ মূলত এই এনার্জি এক্সপোর্ট নীতির প্রতিফলন।”
 

তিনি আরও লেখেন, বাংলাদেশের জন্য এই চুক্তি দীর্ঘমেয়াদী গ্যাস সংকট সমাধানে গুরুত্বপূর্ণ। “আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এবং কর্মসংস্থানের জন্য টেকসই গ্যাস সরবরাহের বিকল্প বের করতেই হবে। মধ্যপ্রাচ্যের বাইরে আমেরিকা হতে পারে একটি আকর্ষণীয় বিকল্প।”

 




চুক্তির কূটনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “এই চুক্তির গুরুত্ব শুধু জ্বালানি ক্ষেত্রে নয়, এটি অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রেও বড় সাফল্য। ট্রাম্প প্রশাসন সরাসরি ফলাফল দেখতে চায়, তারা আলোচনার চেয়ে অ্যাকশনকে প্রাধান্য দেয়। লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি এই সাইনিংয়ের কথা শুনে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ভবিষ্যতে যখন আমরা ট্রাম্প প্রশাসনের কাছে যাবো, তখন আমরা গর্বের সঙ্গে বলতে পারবো যে বাংলাদেশ তার প্রথম আন্তর্জাতিক অংশীদার ছিল।”
 

তিনি আরও বলেন, “অনেকে ভাবেন, ট্রাম্প আসার পর আমাদের সম্পর্কের অবনতি হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি খুবই স্থিতিশীল। তারা হঠাৎ করে ১৮০ ডিগ্রি পরিবর্তন করে না। আমরা সৎ হতে পারি, কিন্তু বোকা নই।”

 

আশিক চৌধুরী উল্লেখ করেন, “এর আগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি বড় এলএনজি সরবরাহ চুক্তি করেছে বাংলাদেশ। এ চুক্তির আওতায় প্রতি বছর বাংলাদেশ ৫ মিলিয়ন টন (৫০ লাখ টন) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করবে।”
 

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তার প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫