|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মার্চ ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ

ভিজিএফের স্লিপ নিয়ে কৃষক দল নেতাদের বিরুদ্ধে মারামারির অভিযোগ 


ভিজিএফের স্লিপ নিয়ে কৃষক দল নেতাদের বিরুদ্ধে মারামারির অভিযোগ 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার ইউপি সদস্য শাহাব উদ্দিনের দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে কৃষক দলের নেতা মফিজুল হক ও সাইদুর রহমানের বিরুদ্ধে।
 

মফিজুল হক চর রাজিবপুর সদর ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি।
 

শনিবার (২২ মার্চ) দুপুরে ঈদ উপহারের ভিজিএফের চাল বিতরণের সময় রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। ইউপি সদস্য শাহাব উদ্দিন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
 

ইউপি সদস্য মো. শাহাব উদ্দিন অভিযোগ করেন, মফিজ ও সাইদুর আমার কাছে চালের ২০০টি স্লিপ চান। আমি না দিলে তারাসহ আরও প্রায় ১৫-২০ জন এসে আমার বড় ছেলে ফুল মিয়া ও ছোট ছেলে শাকিল আহমেদকে মারধর করে। সেখান থেকে উপস্থিত সবাই তাদের উদ্ধার করে।
 

পরে চেয়ারম্যানের অফিস কক্ষে বিচারের উদ্দেশে বসলে সেখানেও উত্তেজিত হয়ে আমার দুই ছেলেকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে আমরা তাদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এসব ঘটনার মধ্যে পরিষদ থেকে ৩০ বস্তা চাল লুট করে নিয়ে যায় তারা।
 

ইউপি সদস্য শাহাব উদ্দিনের বড় ছেলে ফুল মিয়া কালবেলাকে বলেন, আমার বাবার কাছে মফিজ ও সাইদুর ২০০টি ভিজিএফের স্লিপ চান। স্লিপ না দেওয়ায় আমাকে এবং আমার ভাইয়ের ওপর হামলা করা হয়। আমার মাথায় এবং বুকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করেছে।
 

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে রাজিবপুর সদর ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মফিজুল হক কালবেলাকে বলেন, শাহাব উদ্দিন মেম্বার চাল লুটপাট করে নিয়ে যাচ্ছিল। ইউনিয়ন পরিষদের সচিব কিছু চাল জব্দ করে। আমরা এটা বলায় মেম্বার দৌড়ে এসে সাইদুরের কলার ধরে মারধর করে। আর ২০০টি স্লিপ আমরা কেন চাইব। আমাদের কী কোনো কিছুর অভাব রয়েছে। আমরা শুধু বলছিলাম, কীরে এলাকায় গরিব মানুষগুলোরে না দিয়ে তোরা এভাবে চালগুলো নিয়ে যাস কেন। এরপরই আমাদের দিকে তেড়ে এসে সাইদুরকে মারধর করে।
 

রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস বলেন, ৩ নম্বর ওয়ার্ড সাবেক উপজেলা চেয়াম্যান ও সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির এলাকা। ছাত্রলীগ ও আওয়ামী লীগের উসকানিতে ওই ঘটনা ঘটছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫