|
প্রিন্টের সময়কালঃ ১১ ডিসেম্বর ২০২৫ ১১:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৭ অপরাহ্ণ

কুসিকের সব অফিস তামাকমুক্ত করতে দ্রুত পদক্ষেপ: প্রশাসক শাহ আলম


কুসিকের সব অফিস তামাকমুক্ত করতে দ্রুত পদক্ষেপ: প্রশাসক শাহ আলম


আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ

 

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) অধীনস্থ সকল অফিস ও প্রাঙ্গণকে শতভাগ তামাকমুক্ত করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসক মো. শাহ আলম। তিনি বলেন, “জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। আয়োজক সংগঠনগুলোর সহযোগিতায় শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।”
 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে কুসিকের অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) ও তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট) এর যৌথ আয়োজনে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ দাবিতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

সভায় তামাকের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি, অর্থনৈতিক ক্ষতি ও পরিবেশগত বিপর্যয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক হাসানুল হাসিব আল গালিব। তিনি পরোক্ষ ধূমপানের কারণে অধূমপায়ীদের উচ্চ ঝুঁকির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।
 

বক্তারা বলেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন অফিসে প্রতিদিন অসংখ্য মানুষের আগমন ঘটে। এসব স্থানে ধূমপান হলে অধূমপায়ীরাও অনিচ্ছাকৃতভাবে পরোক্ষ ধূমপানের ক্ষতির শিকার হন। তাই নাগরিক নিরাপত্তার স্বার্থে অফিস প্রাঙ্গণকে সম্পূর্ণ তামাকমুক্ত ঘোষণা করা জরুরি।
 

সভায় আরও জানানো হয়, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনসহ ইতোমধ্যে অনেক সরকারি অফিস তামাকমুক্ত পরিবেশ ঘোষণা করেছে। কুসিক দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়ন করলে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উবিনীগের এডমিন অফিসার সাইফুল ইসলাম, হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক পারভীন হাসান, প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তফা রনি এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫