|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জানুয়ারি ২০২৪ ০৩:৪২ অপরাহ্ণ

যে শর্তে বিনামূল্যে থাকা-খাওয়ার অফার দিচ্ছে এই দ্বীপ


যে শর্তে বিনামূল্যে থাকা-খাওয়ার অফার দিচ্ছে এই দ্বীপ


কথায় বলে উঠলো বাই তো কটক যাই। ভ্রমণপিপাসুদের জন্য রয়েছে দারুণ খবর। আয়ারল্যান্ডের  অসাধারণ সুন্দর এক দ্বীপ 'গ্রেট ব্লাস্কেট আইল্যান্ড' আমন্ত্রণ জানাচ্ছে সবাইকে। থাকা-খাওয়ার যাবতীয় ভার নেবে এই দ্বীপই। শুধু পালন করতে হবে একটি শর্ত। আসলে প্রতি বছরই লক্ষাধিক পর্যটক সেখানে ভিড় জমান। পর্যটকদের চা ও কফি পরিবেশন করার জন্যই লোক প্রয়োজন। এর জন্য আপনাকে যেমন বেতন দেওয়া হবে, তেমনই আপনার ও আপনার সঙ্গীর থাকা-খাওয়ার সুযোগ-সুবিধাও দেওয়া হবে। যাবতীয় পরিষেবা পাবেন আপনি বিনামূল্যে। এর জন্য আপনাকে শুধু  ইংরেজি জানতে হবে। 
দ্বীপ কর্তৃপক্ষ, ওয়েবসাইটে তাদের ঘোষণায়, কঠোর পরিশ্রমী এবং দায়িত্বশীল  ব্যক্তির খোঁজে বিজ্ঞাপন দিয়েছে। সেখানে বলা আছে , আপনি একদিনও ছুটি নিতে পারবেন না। এবং দ্বিতীয়ত, আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে। নির্দিষ্ট বেতনের বিবরণের অনুপস্থিতি সত্ত্বেও, দ্বীপের প্রয়োজনীয়তাগুলিকে পূরণ করার উপর জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট কাজের মধ্যে রয়েছে, প্রথমেই অতিথিদের আগমনের আগে কফি শপ রেডি করা  এবং শৌচালয়  পরিষ্কার। চেকআউট পরিচালনা করা থেকে শুরু করে ডে ট্রিপার পরিবেশন করা এবং নতুন গেস্ট চেক-ইন পরিচালনা করা সবই করতে হবে। দ্বীপে তত্ত্বাবধায়কের  দায়িত্বে থাকা ব্যক্তি মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন। কর্মীরা কফি শপের উপরেই  থাকবেন। জুন, জুলাই এবং আগস্টের ব্যস্ততম মাসগুলিতে চাকরির সুযোগ থাকছে বেশি। দ্বীপ কর্তৃপক্ষ জোর দিয়েছে যে এটি কোনো  ছুটির কাজ নয় বরং এমন একটি কাজ যার জন্য  সীমিত সংস্থান সহ  দ্বীপে থাকার স্বীকৃতি প্রয়োজন। তত্ত্বাবধায়কদেরও ইংরেজিতে কথা বলা এবং ইউরোপীয় ইউনিয়নে কাজ করার যোগ্যতা  থাকতে হবে। গ্রেট ব্লাস্কেট আইল্যান্ডের অফারটি এই প্রথম নয়।  ইতালির একটি অঞ্চল, ক্যালাব্রিয়া, "আক্টিভ রেসিডেন্স ইনকাম  " নামে একটি প্রোগ্রামের মাধ্যমে ৪০ বছরের কম বয়সী লোকেদের আকর্ষণ করছে।
সূত্র : ইকোনোমিক টাইমস


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫