|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৪৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মার্চ ২০২৫ ০১:৪৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও সন্তান দগ্ধ


নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও সন্তান দগ্ধ


জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে স্বামী, স্ত্রী ও তাদের সন্তান দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে তাদেরকে ঢাকা শহরের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়, যেখানে তাদের চিকিৎসা চলছে।
 

পরে জানা যায়, তল্লা এলাকার ওই টিনশেড বাড়িতে ভাড়া থাকেন ওই পরিবারটি। সেহরির খাবার গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এর ফলে গৃহকর্ত্রী কমলা বেগমের শরীরে আগুন লেগে যায়। পাশের কক্ষ থেকে তার স্বামী ও মেয়ে ছুটে এসে কমলার শরীরের আগুন নেভাতে গেলে তারা দুইজনও দগ্ধ হন। পরে তিনজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ শহরের খানপুরস্থ ৩০০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “কমলা বেগমের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। আর তার স্বামী ও মেয়ে সামান্য দগ্ধ হয়েছেন, তাদের চিকিৎসা চলছে।”
 

তিনি আরও জানান, ২০২০ সালে তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসলাইন থেকে বিস্ফোরণের ঘটনায় ৩৪ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫