|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০২:২১ অপরাহ্ণ

পাকিস্তানকে সমর্থন করে পোস্ট: আসামে ৩০ জন গ্রেপ্তার


পাকিস্তানকে সমর্থন করে পোস্ট: আসামে ৩০ জন গ্রেপ্তার


অনলাইন ডেস্ক:-

 

ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর। এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানকে সমর্থন জানানো পোস্ট দেওয়ার অভিযোগে ভারতের আসাম রাজ্যে অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

বুধবার এক প্রতিবেদনে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজ্য প্রশাসনের বরাত দিয়ে এই গ্রেপ্তারের খবর জানানো হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, এমন কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
 

মঙ্গলবার গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সাদৃশ্য নেই। দুই দেশ একে অপরের শত্রু এবং তেমনটাই থাকবে।”
 

এ ঘটনার প্রেক্ষাপটে ২৪ এপ্রিল গ্রেপ্তার করা হয় আসাম রাজ্য বিধানসভার বিরোধীদল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) বিধায়ক আমিনুল ইসলামকে। জানা গেছে, ২০১৯ সালের পুলওয়ামা হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি, যেখানে ওই হামলাকে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করা হয়। পেহেলগামে সাম্প্রতিক হামলার পর আমিনুল ইসলামের ওই পুরোনো ভিডিওটি ফের ভাইরাল হয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
 

২২ এপ্রিল পেহেলগামের বৈসরণ উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি উপশাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। এতে একাধিক হতাহতের ঘটনা ঘটে। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদ-সংক্রান্ত পানিবণ্টন চুক্তি স্থগিতসহ বিভিন্ন পাল্টা পদক্ষেপ গ্রহণ করে।
 

জবাবে পাকিস্তানও কঠোর অবস্থান নেয়। ভারতীয় স্থল ও আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপসহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় ইসলামাবাদ।
 

এই হামলা ও পরবর্তী উত্তেজনার মধ্যেই মঙ্গলবার ভারতের শীর্ষ সেনা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে প্রতিরক্ষা বাহিনীকে সবুজ সংকেত দিয়েছেন তিনি।
 

অন্যদিকে, পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ভারত যদি কোনো ধরনের সামরিক অভিযান চালায়, তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

সূত্র: এনডিটিভি অনলাইন


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫