|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মার্চ ২০২৫ ০১:৫৫ অপরাহ্ণ

জি কে শামীম ও তার মায়ের রায় ২৭ মার্চ


জি কে শামীম ও তার মায়ের রায় ২৭ মার্চ


ঢাকা প্রেস নিউজ

 

অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও তার মা আয়েশা আক্তারের রায় ঘোষণা আগামী ২৭ মার্চ নির্ধারণ করেছে আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বেঞ্চ সহকারী বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, ২০ মার্চ সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. রবিউল আলম মামলার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৭ মার্চ তারিখ নির্ধারণ করেছেন।
 

এর আগে ১৮ মার্চ, জি কে শামীম নিজের ও মায়ের পক্ষে আদালতে সাফাই সাক্ষ্য শেষ করেন। এরপর আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২০ মার্চ দিন ধার্য করেন।
 

২০২৩ সালের ৫ মার্চ, আত্মপক্ষ শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। আদালত তাদের দোষী না নির্দোষ তা জানতে চাইলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন এবং সাফাই সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্ত জানান। আদালত পরবর্তী সাফাই সাক্ষ্যের জন্য ১০ মার্চ তারিখ নির্ধারণ করেন।
 

২০১৯ সালের ২১ অক্টোবর, দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। ২০২১ সালের ১৭ জানুয়ারি, মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন অভিযোগপত্র আদালতে জমা দেন এবং ২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫