|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৬ অপরাহ্ণ

বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর


বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর


ঢাকা প্রেস নিউজ
 

ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশি উপহাইকমিশনে উগ্রপন্থী একটি গোষ্ঠী হামলা চালিয়েছে। তারা বাংলাদেশের লাল-সবুজ পতাকা ছিঁড়ে ফেলে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবং এর প্রতিবাদ জানাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আজ রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভের ডাক দিয়েছেন।
 

সোমবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
 


ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, "ভারতের আগরতলায় বাংলাদেশি উপহাইকমিশনে হামলার প্রতিবাদে আজ রাত ৯টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।"
 

জানা গেছে, ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাস প্রভুর "অবৈধ গ্রেপ্তার" অভিযোগে ভারতের ডানপন্থী সংগঠন ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ এই হামলার আয়োজন করে।
 

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, বিক্ষোভকারীরা প্রথমে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করলেও পরে পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশি উপহাইকমিশনের কার্যালয়ে প্রবেশ করে।
 

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ড. কিরণ কুমার এবং রাজ্যের পুলিশ প্রধান অনুরাগ ধনকার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫