|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ আগu ২০২৩ ০২:২১ অপরাহ্ণ

বাগদান হয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতার


বাগদান হয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতার


ম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে আংটিবদল করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত মে মাসে বাগদান হয় অভিনেত্রীর। এর পর থেকেই ভক্তদের জল্পনা ছিল বিয়ে নিয়ে। অবশেষে জানা গেল সেটাও। তবে পরিণীতি বা রাঘব আনুষ্ঠানিকভাবে কিছু এখনো জানাননি। 

দুই তারকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বরে রাজস্থানে বসবে বিয়ের আসর।


রাজস্থান এখন বলিউড তারকাদের বিয়ের প্রিয় গন্তব্য। বোন প্রিয়াঙ্কা চোপড়ার মতোই রাজস্থানে বসবে রাঘব-পরিণীতির বিয়ের আসর। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল প্রিয়াঙ্কা-নিকের বিয়ের রাজকীয় আসর। 

অন্যদিকে উদয়পুরের দ্য ওবেরয় উদয়বিলাসে গাঁটছড়া বাঁধবেন পরিণীতি। বিয়ে রাজস্থানে হলেও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে মুম্বাই ও দিল্লিতে।

লন্ডন স্কুল অব ইকোনমিকসে পরিণীতি ও রাঘবের পরিচয়। দুজনই সেখানে একসঙ্গে পড়াশোনা করতেন। দীর্ঘদিনের পরিচয় ঠিক কখন প্রণয়ে পরিণত হয়েছে, সে ব্যাপারে এখনো জানা যায়নি।


আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা মাত্র ৩৩ বছর বয়সে ভারতের পাঞ্জাব থেকে আসা সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন। এর আগে তিনি দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।

অন্যদিকে ২০১১ সালে বলিউডে অভিষেক হয় পরিণীতির। সর্বশেষ তাঁকে দেখা যায় ‘উচাই’ ছবিতে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫