|
প্রিন্টের সময়কালঃ ১৭ এপ্রিল ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জুন ২০২৩ ০৫:৪৯ অপরাহ্ণ

সুখবর দিলেন স্বরা ভাস্কর


সুখবর দিলেন স্বরা ভাস্কর


বিয়ের চার মাস পরই ভক্তদের সুখবর দিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। জানালেন, মা হতে চলেছেন তিনি। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল মা হতে যাওয়ার সংবাদ। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নিজেই এ সুখবর দেন। চলতি বছরের অক্টোবরে তাঁদের সন্তান পৃথিবীতে আসছে বলেও জানান স্বরা।

আজ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন স্বরা। সেখানে দেখা যায় স্বরার বেবি বাম্প। ইনস্টাগ্রামে শেয়ার করা এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘কিছু সময় আমাদের সব প্রার্থনার উত্তর যেন একটাই হয়। আমরা ভাগ্যবান, কৃতজ্ঞ, উচ্ছ্বসিত। নতুন এক পৃথিবীতে পা দিতে চলেছি আমরা।’ 


সঙ্গে অভিনেত্রী হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ফ্যামিলি, নতুন সদস্য, অক্টোবর বেবি। এ খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন তাঁর অনুরাগী ও সতীর্থরা। গত ফেব্রুয়ারিতে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। 


তাঁদের প্রথম দেখা হয় ২০২০ সালে। ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে চলছিল আন্দোলন। সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন স্বরা ভাস্করও। সেখানেই ফাহাদের সঙ্গে পরিচয় হয় স্বরার। এরপর প্রেম আর প্রেম থেকে এ সম্পর্ক গড়ায় পরিণয়ে।

স্বরা ভাস্কর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাহান চার ইয়ার’। কমল পান্ডে পরিচালিত এ সিনেমা মুক্তি পায় গত বছরের ১৬ সেপ্টেম্বর। বর্তমানে স্বরা ভাস্করের হাতে রয়েছে সিনেমা ‘মিসেস ফালানি’। এ সিনেমায় নয়টি চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। মনীশ কিশোর ও মধুকর ভার্মা পরিচালিত এ সিনেমা চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫