স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ
ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রী মৌমিতা আকতার লতার (২৩) হত্যা মামলায় স্বামী নুর মোহাম্মদ নয়ন (২৯) কে মৃত্যুদণ্ড ও একইসাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদানের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ এস.এম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নয়ন আদালতে উপস্থিত ছিলেন। নয়ন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে।
মামলা সুত্রে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারিতে মৌমিতার সাথে নয়নের বিয়ে হয়। বিয়ের ৮ মাস পর যৌতুকের টাকা না দেয়ায় ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর রাতে স্ত্রী মৌমিতা আকতারকে শ্বাসরোধে হত্যা করেন নয়ন। নিহত মৌমিতা আকতার লতার বাড়ি পার্শ্ববর্তী চাচিয়া মীরগঞ্জ গ্রামে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. মাসুদার রহমান মাসুদ জানান, বিয়ের পর থেকেই নয়ন যৌতুকের জন্য মৌমিতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। শেষে যৌতুকের টাকা না পেয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পর পুলিশ মৌমিতার লাশ উদ্ধার করে এবং নয়নের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
তিনি আরও বলেন, দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত নয়নকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫