এনটিএমসি বিলুপ্তির দাবি: নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার আহ্বান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ আগu ২০২৪ ০১:১৭ অপরাহ্ণ   |   ৭৪৬ বার পঠিত
এনটিএমসি বিলুপ্তির দাবি: নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার আহ্বান

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্তির দাবি জানিয়েছে। সংস্থাটির বিরুদ্ধে নাগরিকদের মৌলিক মানবাধিকার ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে।

 

শনিবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, এনটিএমসি নাগরিকদের মুঠোফোনে আড়িপাতা, ডিভাইস নজরদারিতে রাখা, সোশ্যাল মিডিয়া এবং ইমেইলে আড়ি পাতার মতো অবৈধ কাজ করেছে। এমনকি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে স্পাইওয়্যার কিনে ব্যবহার করেছে বলেও অভিযোগ রয়েছে।
 

তিনি আরও বলেন, এনটিএমসির কার্যক্রম সংবিধানের ধারা ৪৩ এর (খ) অনুচ্ছেদে উল্লেখিত ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছে।
 

মূল অভিযোগ:

  • আড়িপাতা ও নজরদারি: মুঠোফোন, সোশ্যাল মিডিয়া এবং ইমেইলে আড়িপাতা ও ব্যক্তিগত তথ্য চুরি।
  • অবৈধ সফটওয়্যার: বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে স্পাইওয়্যার কেনা।
  • সংবিধান লঙ্ঘন: ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তার অধিকার লঙ্ঘন।
     

দাবি:

অ্যাসোসিয়েশন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এনটিএমসি বিলুপ্তির দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেবে। তাদের মতে, এনটিএমসি বিলুপ্ত করেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করা সম্ভব।