|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৪:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জুন ২০২৪ ০৪:৪৫ অপরাহ্ণ

বিসিআরইসিএল নিয়োগ বিজ্ঞপ্তি


বিসিআরইসিএল নিয়োগ বিজ্ঞপ্তি


বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ম্যানেজার (অ্যাকাউন্টস/ফিন্যান্স) পদে চুক্তি ভিত্তিতে একজন কর্মকর্তা নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

 

পদের নাম: ম্যানেজার (অ্যাকাউন্টস/ফিন্যান্স)
পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিবিএ ও এমবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রি থাকতে হবে। সিএ/সিএমএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ–৫–এর স্কেলে ৩.০ এবং সিজিপিএ–৪–এর স্কেলে ২.৫ থাকতে হবে। বড় কোনা প্রতিষ্ঠানে ফিন্যান্স/অ্যাকাউন্টস বিভাগে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ডেপুটি ম্যানেজার বা সমপদে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, প্রজেক্ট ফিন্যান্সিং, ফরেন পেমেন্ট সিস্টেম, কারেন্সি এক্সচেঞ্জ, রিস্ক ম্যানেজমেন্ট, রেগুলেটরি কমপ্ল্যায়েন্স, ফিন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টেকনোলজি বিষয়ে অভিজ্ঞ হতে হবে। পাওয়ার সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। পিপিআর, পিপিএ, বিডার ফিন্যান্সিং, ইসিএ ফিন্যান্সিং, পিপিপি ও করপোরেট গভর্ন্যান্সে জানাশোনা থাকতে হবে।

 

বয়স: ৩ জুন ২০২৪ তারিখে সর্বোচ্চ ৪০ বছর।
মূল বেতন: মাসিক মূল বেতন ৯৭,৩৭০ টাকা
সুযোগ-সুবিধা: বাড়িভাড়া ভাতা, মেডিকেল সুবিধা/ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি এবং অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট ও ভাতার সুবিধা আছে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, কভার লেটারসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।

 

আবেদন ফি
আবেদন ফি বাবদ বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেডের অনুকূলে ১৫০০ টাকার পে–অর্ডার করতে হতে। পে–অর্ডারের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল), ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-৫), ৮, পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ২৩ জুন ২০২৪।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫