নাটোরে নিজ ক্লিনিক থেকে চিকিৎসকের গলা কাটা লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি:-
নাটোর শহরের মাদ্রাসা মোড়ে অবস্থিত জনসেবা ক্লিনিক থেকে ডা. এ এইচ এম আমিরুল ইসলাম (৬০) নামের এক চিকিৎসকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ডা. আমিরুল ইসলাম জনসেবা ক্লিনিকের সত্ত্বাধিকারী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক আহ্বায়ক এবং নাটোর সিভিল সার্জন কার্যালয়ের সাবেক এমওসিএস ছিলেন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি নিজ ক্লিনিকে রোগী দেখতেন। তিনি নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মো. হাসান মাস্টারের ছেলে।
ক্লিনিকের স্টাফ আলামিন জানান,
“স্যার প্রতিদিন সকাল ১১টার মধ্যে ঘুম থেকে উঠতেন। আজ দুপুর হয়ে গেলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। বারবার দরজায় নক করলেও ভেতর থেকে কোনো উত্তর আসেনি। পরে দরজা ভেঙে ঢুকে বিছানায় গলা কাটা অবস্থায় তাকে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।”
ঘটনাস্থল পরিদর্শন শেষে নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন বলেন,
“তিনি আমাদের আস্থাভাজন একজন মানুষ ছিলেন। ড্যাব ও বিএমএরও সাবেক আহ্বায়ক ছিলেন। তাকে নিজ কক্ষে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে।”
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান,
“দুপুরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে নিজ কক্ষে হত্যা করা হয়েছে। প্রযুক্তিগত সহায়তায় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫