|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ সেপ্টেম্বর ২০২৩ ০১:০৩ অপরাহ্ণ

আগামী ১৩-১৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম পর্বের জোড় টঙ্গী বিশ্ব ইজতেমা


আগামী ১৩-১৭ অক্টোবর পর্যন্ত  অনুষ্ঠিত হবে প্রথম পর্বের জোড় টঙ্গী বিশ্ব ইজতেমা


ঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আগামী ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রথম পর্বের জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমার আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। সা’দপন্থীদের আবেদনের ভিত্তিতে জোড় ইজতেমার প্রথম পর্ব এটি। পরে অনুষ্ঠিত হবে জোবায়েরপন্থীদের জোড় ইজতেমা।

আজ রবিবার গাজীপুর মহানগর পুলিশ লিখিতভাবে এই অনুমতি দেয়। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার স্বাক্ষরিত অনুমতিপত্রে বলা হয়, নিজামুদ্দিন বিশ্ব মারকাজের অনুসারী তাবলিগের মূলধারার আহলে শুরার পক্ষে ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি সৈয়দ ওয়াসিফ ইসলামের আবেদনের প্রেক্ষিতে টঙ্গী ইজতেমা ময়দানে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো।


গাজীপুর মহানগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তানবীর আহমেদ কালের কণ্ঠকে বলেন, প্রথম পর্বে ১৩ থেকে ১৭ অক্টোবর সা’দপন্থীদের জোড় ইজতেমা হবে। দ্বিতীয় পর্বে পরবর্তী সময় জোবায়েরপন্থীদের জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে।

প্রতিবছর ডিসেম্বরের থেকে জানুয়ারির মধ্যে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম দুই পর্বে অংশগ্রহণ করে। সারা বিশ্বের লাখ লাখ মুসুল্লি ইজতেমায় আসে। দেশি-বিদেশি মেহমানদের অংশগ্রহণে বিশ্ব তাবলিগ জামাত এই ইজতেমার আয়োজন করে। এই আয়োজনে বাংলাদেশ সরকার সব দিক থেকে সার্বিকভাবে সহযোগিতা করে থাকে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫