চিলমারীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
"দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই , লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ শে এপ্রিল) দুপুর ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে, একটি রেলি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে, উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম, উপজেলা কৃষি অফিসার প্রণয় ভীষণ দাস, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শাহিন আলম, উপজেলা সমাজ সেবা অফিসার, সাংবাদিক, ছাত্র প্রতিনিধিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫