দেবীদ্বারে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মো: কাউছার সরকার, বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-
কুমিল্লার দেবীদ্বারে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও জরুরি বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত না থাকার অভিযোগ তুলেছেন নিহত ও আহতদের স্বজনরা। তাদের দাবি, এ ধরনের অনুপস্থিতি নতুন নয়। এর আগেও একই ধরনের ঘটনা ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল কর্মকর্তাদের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণেই বারবার জরুরি বিভাগে চিকিৎসককে না পাওয়ার মতো ঘটনা ঘটছে। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫