|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৯:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ ডিসেম্বর ২০২৪ ০৩:২৮ অপরাহ্ণ

তারেক রহমানের বন্ধু মামুন সাত বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন


তারেক রহমানের বন্ধু মামুন সাত বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন


ঢাকা প্রেস নিউজ
 

অর্থপাচারের অভিযোগে করা একটি মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডের রায় বাতিল করে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মামুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু।
 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

 

আদালতে মামুনের পক্ষে ছিলেন আইনজীবী ওমর সাদাত ও সাব্বির হামজা। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

 

২০১১ সালের ২২ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে মামলা করে দুদক। অভিযোগে বলা হয়, বিটিএল ও গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এম শাহজাদ আলী নেদারল্যান্ডসের একটি ঠিকাদারি কোম্পানির বাংলাদেশের এজেন্ট ছিলেন। ওই কোম্পানি রেলওয়ের সিগন্যালিং আধুনিকীকরণের একটি টেন্ডার পায়।
 

কিন্তু ২০০৩ সালে কার্যাদেশ চূড়ান্ত করার সময় মামুন অবৈধ কমিশন দাবি করেন এবং তা না দিলে কার্যাদেশ বাতিলের হুমকি দেন। পরে ২০০৪ সালে শাহজাদ আলী মামুনের লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকের হিসাবে ৬ কোটি ১ লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা জমা করেন।

 

এ মামলায় ২০১৯ সালের ২৪ এপ্রিল ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত মামুনকে সাত বছরের কারাদণ্ড দেন এবং ১২ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। একইসঙ্গে লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকের হিসাবে থাকা ৪৪ হাজার ৬১০.০৮ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি টাকায় ৬ কোটি ১ লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা) বাজেয়াপ্তের নির্দেশ দেন।

 

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন গিয়াস উদ্দিন আল মামুন। তিনি ২০০৭ সালের ৩০ জানুয়ারি গ্রেপ্তার হন এবং চলতি বছরের ৬ আগস্ট কারামুক্ত হন।
 

এ রায়ে মামুনের খালাস পাওয়ার মধ্য দিয়ে তার দীর্ঘ কারাবাসের একটি অধ্যায়ের অবসান ঘটলো।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫