|
প্রিন্টের সময়কালঃ ১৬ নভেম্বর ২০২৫ ০৪:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৫ ০৭:০৪ পূর্বাহ্ণ

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক


রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক


রাজধানীর আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনাসহ বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি স্থানে একই রাতে ঘটে যাওয়া এই বিস্ফোরণে কেউ হতাহত না হলেও জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

 

শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। ওই সময় কাছেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।

 

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, “হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

 

এর প্রায় দুই ঘণ্টা পরে, রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ জানান, “দুর্বৃত্তরা প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। কেউ হতাহত হয়নি। ঘটনাটি রেলওয়ে পুলিশ তদন্ত করছে।”


 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫