শেখ হাসিনার বিচার: সরকারের হাতে পর্যাপ্ত প্রমাণ রয়েছে

অনলাইন ডেস্ক:-
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় সব প্রমাণ সরকারের কাছে রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু শেখ হাসিনাই নন, তার সহযোগীরাও বিচারের আওতায় আসবেন।
তিনি আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে প্রাপ্ত প্রমাণাদির ভিত্তিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, এবং বাংলাদেশ এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে।
ড. ইউনূস বলেন, শেখ হাসিনার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এ বিচার শেষ করা সম্ভব হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। আইনগত প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে কিছুটা সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বিরোধী কণ্ঠ দমনে নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে, যেখানে কারাগারের অভ্যন্তরে নির্মম অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডের বীভৎসতা জাতিকে হতবাক করেছে এবং নির্যাতনের চরম মাত্রা প্রকাশ করেছে।
এছাড়া, টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানান অধ্যাপক ইউনূস।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, নতুন করে শরণার্থীদের আশ্রয় দেওয়া প্রসঙ্গে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সীমান্ত সেনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫