সালমান শাহ হত্যা মামলা: সামিরা হক ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (আসল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার স্ত্রী সামিরা হক ও অভিনেতা আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) নাসির আহম্মেদ।
এর আগে গত ২২ অক্টোবর, মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার সামিরা হক ও আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় রমনা থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন পর, গত ২০ অক্টোবর, ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন আবেদন মঞ্জুর করে মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এর পরদিন ২১ অক্টোবর, সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় নতুন করে মামলাটি দায়ের করেন। মামলায় সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।
আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা অনুসারে হত্যা ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন— শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক আশরাফুল হক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু, এবং রেজভি আহমেদ ফরহাদ। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫