|
প্রিন্টের সময়কালঃ ২২ নভেম্বর ২০২৫ ০২:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ নভেম্বর ২০২৫ ০১:৩১ অপরাহ্ণ

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে গোলটেবিল বৈঠক


রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে গোলটেবিল বৈঠক


রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭-এর সকল দিক নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 

ডায়লগ ফর পিস অব চিটাগাং হিল ট্র্যাক্টস (ডিপিসি) এর আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল (অব:) এস. এম. আইয়ুব।
 

সভায় সভাপতিত্ব করেন ডিপিসির চেয়ারম্যান অধ্যাপক হারুন অর রশীদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল হোসেন সুজন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. আবদুল্লাহ আল ইউসুফ।
 

গোলটেবিল বৈঠকে জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদ, জেলা পিপি অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী বিপিন জ্যোতি চাকমা, সিনিয়র অ্যাডভোকেট মিহির বরণ চাকমা, খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, ডিপিসির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল গাফফার মুন্না এবং জেলা বিএনপির সহ সভাপতি মো. আইয়ুব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ইনকিলাব-এর এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট সৈয়দ ইবনে রহমত।

সূত্র: বাসস


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫