ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী। ২৪ ও ২৫ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী, যার আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন Export Competitiveness for Jobs (EC4J) প্রকল্প।
প্রদর্শনীর উদ্বোধন করা হয় ২৪ এপ্রিল সকাল ১০টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন EC4J প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুর রহিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের সিনিয়র অপারেশন অফিসার ও ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সুহাইল কাসিম, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, আল নোকবা গ্রুপ (দুবাই) এর চেয়ারম্যান ও সিইও সুলতান এম. আলবিশি এবং বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন EC4J-এর উপপ্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) শেখ মোহাম্মদ আব্দুর রহমান।
প্রদর্শনীতে লেদার, ফুটওয়্যার, মেডিক্যাল ও পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (এমপিপিই), প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের ১২০টিরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এতে অংশ নিয়েছেন ২৫টিরও বেশি আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা, যারা ৯টিরও বেশি দেশ থেকে এসেছেন—যেমন সিঙ্গাপুর, লিবিয়া, কলম্বিয়া, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত, ভুটান, মালদ্বীপ ও মালয়েশিয়া। এছাড়া ১,০০০ এর অধিক স্থানীয় ক্রেতা ও উদ্যোক্তা, এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।
প্রদর্শনীর অংশ হিসেবে রয়েছে সেক্টরভিত্তিক ব্রেকআউট সেশন, কর্মশালা এবং শিল্প বিশেষজ্ঞ ও ব্যবসায়িক নেতৃবৃন্দের অংশগ্রহণে বিশেষ আলোচনা। এছাড়া প্রদর্শনী শেষে আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশি কারখানা পরিদর্শন করবেন, যা ভবিষ্যতে রপ্তানি সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে EC4J প্রকল্প ইতোমধ্যে চারটি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
‘জাপান মেডটেক’ (৯–১১ এপ্রিল ২০২৫): এমপিপিই পণ্য নিয়ে
‘কমেক্স আইটিশো’ সিঙ্গাপুর (১৩–১৬ মার্চ ২০২৫): লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য নিয়ে
‘ইস্তাম্বুল টয় ফেয়ার’ তুর্কিয়ে (২৫–২৮ ফেব্রুয়ারি ২০২৫): প্লাস্টিক পণ্য নিয়ে
‘১৯তম কায়রো ইন্টার লেদার’ মিশর (২৩–২৫ জানুয়ারি ২০২৫): লেদার ও ফুটওয়্যার পণ্য নিয়ে
আয়োজকরা জানিয়েছেন, তৈরি পোশাক (RMG) খাতের বাইরের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক বৈচিত্র্য নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে EC4J প্রকল্প প্রত্যক্ষ অবদান রাখছে। ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলেও তাদের দৃঢ় বিশ্বাস।