|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২৬ অপরাহ্ণ

বিয়েতে ‘কবুল’ বলেই অজ্ঞান মোশাররফ করিম!


বিয়েতে ‘কবুল’ বলেই অজ্ঞান মোশাররফ করিম!


বিনোদন প্রতিবেদক:-

 

প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিম তার অভিনয় জীবনে নানা রকম চরিত্রে কাজ করেছেন। এবার তিনি হাজির হচ্ছেন এক ফোবিয়াগ্রস্ত ব্যক্তির চরিত্রে, যার বিয়ে নিয়ে রয়েছে অদ্ভুত ভয়! নাটকের নাম ‘বউ সোহাগী’, যেখানে বিয়ের আসরে ‘কবুল’ বলেই অজ্ঞান হয়ে যাওয়ার মতো মজার দৃশ্যও দেখা যাবে।
 

সুজিত বিশ্বাসের রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় এই নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তানহা তাসনিয়া। আরও রয়েছেন অন্যান্য অভিনয়শিল্পীরা, যারা গল্পকে প্রাণবন্ত করে তুলেছেন।
 

গল্পের সংক্ষেপ:
হেকমত সরদার গ্রামের এক সাধারণ ছেলে, যার ছোটবেলা থেকেই কিছু অদ্ভুত ফোবিয়া রয়েছে—বিশেষ করে পিঁড়ি আর নারীদের প্রতি! এই অদ্ভুত ভয়ের কারণেই বিয়ে করতে চায় না সে, অথচ তার মা ছেলের বউ দেখার জন্য ব্যাকুল।

 

হেকমতের বিয়ে নিয়ে মায়ের দুশ্চিন্তার শেষ নেই। একদিন তিনি ছেলের ছোটবেলার বন্ধু আরিফকে বাড়িতে ডেকে আনেন। এ সময় হেকমত নিজের ব্যবসার কাজে বের হচ্ছিল, কিন্তু বন্ধুকে দেখে থমকে যায়। এরপর মা ও বন্ধু মিলে কৌশলে তাকে পাশের গ্রামে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে।
 

কিন্তু বিয়ে করতে হবে শুনেই কান্নায় ভেঙে পড়ে হেকমত! সে ঘরের খুঁটি শক্ত করে ধরে, যেন কেউ তাকে নিতে না পারে। কিন্তু শেষমেশ আরিফ ও তার মা মিলে কিছু গ্রামবাসীর সহায়তায় তাকে দড়ি দিয়ে বেঁধে অটোরিকশায় তুলে নেয়!
 

বিপত্তির শুরু বিয়ের আসরে। কনে পক্ষের সামনে দাঁড়িয়ে ‘কবুল’ বলার পরপরই হেকমত অজ্ঞান হয়ে যায়! তবুও বিয়ে বন্ধ হয় না, বরং বউসহ বরকে বাসর ঘরে পাঠানো হয়।
 

জ্ঞান ফেরার পর হেকমত দেখতে পায়, সে বধূর সাজে এক সুন্দরী মেয়ের পাশে বসে আছে। তার নাম আরিফা। নতুন বউকে দেখেই সে এতটাই মুগ্ধ হয়ে যায় যে, চোখ সরাতেই পারছিল না!
 

কোথায় দেখবেন?
একজন অবিবাহিত যুবকের বিয়ে নিয়ে মজার সব ঘটনাপ্রবাহ নিয়ে সাজানো এই নাটক আজ রাত ৯টা ২০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে

নাটকের মজার কাণ্ডকারখানা দেখতে চোখ রাখুন বাংলাভিশনের পর্দায়! 🎭📺


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫