গোলাম কিবরিয়া হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—যুবদল নেতাদের দাবি
ফেব্রুয়ারির নির্বাচনকে ব্যর্থ করা এবং ভোটের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। তারা দাবি করেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দক্ষিণ যুবদল আয়োজিত "ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিতে করণীয়" শীর্ষক মতবিনিময় সভায় নেতারা এই মন্তব্য করেন।
নেতারা বলেন, দেশকে সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন। কিন্তু ভোট বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছে কিছু গোষ্ঠী, যারা নানা ধরনের অপতৎপরতা করছে।
গোলাম কিবরিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে তারা জানান, যুবদল ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে। তবে পরিস্থিতি বাধ্য করলে রাজপথে নামার প্রস্তুতিও রয়েছে।
এ সময় নেতারা যুবদল নেতা-কর্মীদের ফ্যাসিস্ট বিরোধী যোদ্ধা হিসেবে উল্লেখ করে সবাইকে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেন। সভার পর কাকরাইল থেকে নয়াপল্টন পর্যন্ত মিছিল করে যুবদলের নেতা-কর্মীরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫