|
প্রিন্টের সময়কালঃ ১০ এপ্রিল ২০২৫ ০২:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জুলাই ২০২৪ ০৪:২৬ অপরাহ্ণ

পাকিস্তানের তিন তারকা ক্রিকেটারের উপর নিষেধাজ্ঞা আরোপ পাকিস্তান ক্রিকেট বোর্ডের


পাকিস্তানের তিন তারকা ক্রিকেটারের উপর নিষেধাজ্ঞা আরোপ পাকিস্তান ক্রিকেট বোর্ডের


গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও চরম ব্যর্থ পাকিস্তান দল। যুক্তরাষ্ট্রের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় বাবর-রিজওয়ানদের। বাজে পারফরম্যান্সের কারণে চরম সমালোচনার মুখে পড়তে হয় ক্রিকেট দলকে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের তিন তারকা ক্রিকেটারকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলো।

 

পাকিস্তানের তিন ক্রিকেটারের ওপর বিদেশি লিগে খেলতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে পিসিবি। আগামী কয়েক মাসে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকলেও ওই তিন ক্রিকেটার বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলতে যেতে পারবেন না। 

 

তিনজন ক্রিকেটারকে এই শাস্তি দেওয়া হয়েছে। বাবর ছাড়াও শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ানকে বিদেশি লিগে খেলতে যাওয়ার অনুমতি দেয়নি বোর্ড। এই তিন ক্রিকেটারের কানাডার টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল। কিন্তু সেই লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি তাদের।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫