|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জুন ২০২৩ ০১:৪৩ অপরাহ্ণ

তীব্র গরমে স্বস্তি পেতে করনীয়


তীব্র গরমে স্বস্তি পেতে করনীয়


কে লোডশেডিং তায় গরম। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সবার। এই গরমে স্বস্তি পাওয়ার উপায় কম। কিন্তু শরীরে বাড়তি চাপ এড়াতে আর একটু ভালো থাকতে যা করবেন: 


*প্রচণ্ড গরমে একেবারে ঠাণ্ডা পানি সরাসরি না খেয়ে মিশিয়ে খান। কারণ অতিরিক্ত ঠাণ্ডা পানি শরীরে খারাপ প্রভাব ফেলে। 
*গরমে চা-কফি বা কোল্ড-ড্রিংক একেবারে এড়িয়ে চলুন। বরং যেসব পানীয় আপনার পানিশূণ্যতা দূর করবে সেগুলো পান করুন। 
*মুখরোচক হলেও ভাজাভুজি খাওয়া বাদ দিন। বিশেষত সন্ধ্যার পর। 
*প্রচণ্ড গরমে অনেকে ক্রাশ ডায়েট করেন। এমনটা করলে শরীরের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। পরিবেশের অবস্থা বিবেচনায় একটু সংযত হোন। 
*গরম ফল ধুয়ে খাওয়ার চেষ্টা করুন। কাটা ফলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। 
*নিয়ম করে লেবুর শরবত, ঘোল কিংবা ডাবের পানি পান করুন। এসব পান করলে আপনার উপকারে আসবে। 
*যারা ওরস্যালাইন পান করেন তারা অবশ্যই আধা লিটার পানিতে মিশিয়ে নেবেন। ওরস্যালাইনের ইলেক্ট্রোলাইট শরীরে কার্যকর হওয়ার জন্য ছোট এই বিষয়টি মাথায় রাখা জরুরি। 
*সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যবর্তী সময়ে কাজ না থাকলে বেরনা হওয়াই ভালো। বের হলেও সানস্ক্রিন, সানগ্লাস আর ছাতা নিয়ে বের হবেন। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫