পলাশবাড়ীতে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা তদন্তে পিবিআই!
ঢাকা প্রেস,গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধার পলাশবাড়ীতে দৈনিক করতোয়ার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি মনজুর কাদির মুকুল, দৈনিক মানবজমিনের পলাশবাড়ীর উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম রতন ও দৈনিক আলোকিত সময়ের স্টাফ রিপোর্টার আল কাদরি কিবরিয়া সবুজসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের দায়েরকৃত মামলার তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো পিবিআই।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআই গাইবান্ধার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম ও পলাশবাড়ী থানার সাব ইন্সপেক্টর নুরুজ্জামান।
উল্লেখ্য গত ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতে হাজির হয়ে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করেন নিউ লাইফ ফাউন্ডেশন এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফাতেমা আকতার।তিনি পৌর শহরের বাশকাটা গ্রামের আলাল মিয়ার কন্যা।
এর আগে ২০২৩ সালে ১২ সেপ্টেম্বর নিউ লাইফ ফাউন্ডেশন কার্যালয়ে প্রতিস্ঠানটির পরিচালক আওয়ামিলীগ নেতা আবু জাহিদ নিউ ও ফাতেমা আকতার অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে জনতার হাতে আটক হয়।পরে পুলিশ ফাতেমা আকতারকে উদ্ধার করে ডিজি মুলে ছেরে দেয়। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর তিন সাংবাদিকসহ ১০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের
করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫