|
প্রিন্টের সময়কালঃ ১০ এপ্রিল ২০২৫ ০৬:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ণ

উপদেষ্টাদের নতুন দায়িত্ব বণ্টন


উপদেষ্টাদের নতুন দায়িত্ব বণ্টন


ঢাকা প্রেস নিউজ


ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণের পর তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।



 

দায়িত্ব বণ্টন:

  • শেখ বশির উদ্দিন: শীর্ষস্থানীয় শিল্পপতি শেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
  • মোস্তফা সরয়ার ফারুকী: চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
  • সাহেল উদ্দিন: সাহেল উদ্দিন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
  • আসিফ নজরুল: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ নজরুলকে।
  • হাসান আরিফ: হাসান আরিফ ভূমি ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
  • আলী ইমাম মজুমদার: আলী ইমাম মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
  • আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয় সামলাবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
  • এম সাখাওয়াত হোসেন: এম সাখাওয়াত হোসেনকে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়।
 

উল্লেখযোগ্য বিষয়:

  • মাহফুজ আলমকে এখনও কোনো দপ্তর দেওয়া হয়নি।

 

নতুন সরকারে উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদেরকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই বণ্টনের মাধ্যমে সরকার জনগণের সেবা নিশ্চিত করতে আরও বেশি করে কাজ করবে বলে আশা করা যায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫