|
প্রিন্টের সময়কালঃ ১৪ আগu ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ আগu ২০২৫ ০১:০৭ অপরাহ্ণ

রাজশাহীতে ২৪ ঘণ্টায় স্থিতিশীল পদ্মার পানি, কিছু চরাঞ্চলে বন্যা


রাজশাহীতে ২৪ ঘণ্টায় স্থিতিশীল পদ্মার পানি, কিছু চরাঞ্চলে বন্যা


রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানির উচ্চতায় কোনো পরিবর্তন হয়নি। বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি।
 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার এনামুল হক জানান, বুধবার সকাল ৯টায় পদ্মার পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৪৯ মিটার। বৃহস্পতিবার সকাল ৯টায়ও একই মাত্রায় অবস্থান করে পানি। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এই উচ্চতা ছিল ১৭ দশমিক ৪৬ মিটার। রাজশাহী শহরে বিপদসীমা ধরা হয়েছে ১৮ দশমিক ০৫ মিটার।
 

রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, আগামী তিন দিন পানির বাড়ার সম্ভাবনা নেই, এরপর ধীরে ধীরে পানি কমতে শুরু করবে।
 

এদিকে পদ্মার পানি বৃদ্ধির ফলে শহরসংলগ্ন চরাঞ্চলের কিছু ঘরবাড়িতে পানি ঢুকেছে। অনেকেই গবাদিপশু ও পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ উঁচু স্থানে চলে গেছেন।
 

স্থানীয়দের মতে, শহররক্ষা বাঁধের নিচে নগরীর পঞ্চবটি, তালাইমারি, কাজলা, পাঠানপাড়া, বুলনপুর ও শ্রীরামপুর এলাকায় পানি প্রবেশ করেছে। অনেক বাসিন্দা জিনিসপত্র নিয়ে শহররক্ষা বাঁধে বা আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
 

এছাড়া রাজশাহী শহরের দক্ষিণে ভারত সীমান্তসংলগ্ন চরখিদিরপুর, খানপুর ও মিডলচর সম্পূর্ণ ডুবে গেছে। এসব এলাকার বাসিন্দারাও গবাদিপশু নিয়ে বাঁধ বা আশপাশের নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫