|
প্রিন্টের সময়কালঃ ২৩ মে ২০২৫ ০২:২৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মে ২০২৫ ০৫:৩৪ অপরাহ্ণ

মাদ্রিদে গুলি করে হত্যা করা হলো ইউক্রেনের শীর্ষ সাবেক কর্মকর্তা অ্যান্ডরি পোর্টনভকে


মাদ্রিদে গুলি করে হত্যা করা হলো ইউক্রেনের শীর্ষ সাবেক কর্মকর্তা অ্যান্ডরি পোর্টনভকে


অনলাইন ডেস্ক:-


 

ইউক্রেনের প্রভাবশালী সাবেক রাজনীতিক অ্যান্ডরি পোর্টনভকে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি স্কুলের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের পোজুয়েলো দে আলার্কন এলাকায় অবস্থিত আমেরিকান স্কুলের সামনে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি
 

৫১ বছর বয়সী পোর্টনভ তার সন্তানকে স্কুলে নামিয়ে দিয়ে গাড়ির দিকে হাঁটার সময় হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, এক অজ্ঞাতনামা ব্যক্তি তার ওপর একাধিকবার গুলি চালিয়ে পাশের বনভূমির দিকে পালিয়ে যায়। হামলাকারী নীল রঙের ট্র্যাকস্যুট পরিহিত ছিলেন। ঘটনাস্থলে পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা গেছে বলে জানা গেছে।
 

স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে এই হামলা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে হামলাকারীকে খুঁজে বের করার অভিযান শুরু করেছে।
 

অ্যান্ডরি পোর্টনভ ইউক্রেনের রাজনীতিতে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একাধিকবার সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সাবেক রাশিয়াপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের প্রশাসনে উপপ্রধান হিসেবেও দায়িত্বে ছিলেন।
 

প্রথমে তিনি ইউলিয়া টিমোশেঙ্কোর দলের একজন এমপি ছিলেন। পরে ২০১০ সালে ইয়ানুকোভিচ প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি দল পরিবর্তন করেন। ২০১৪ সালে ইউক্রেনে ব্যাপক বিক্ষোভের মুখে ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হলে পোর্টনভ দেশ ছেড়ে চলে যান।
 

২০১৯ সালে ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি ইউক্রেনে ফিরে আসেন। তবে কিছু সময় পর আবারও দেশ ত্যাগ করেন। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে, যেখানে অভিযোগ করা হয় তিনি বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তার ও সংস্কারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন।
 

তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সেটি এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫