হাতিয়া স্টুডেন্টস ফোরাম নোয়াখালীর নতুন কার্যকরী কমিটি গঠন
আজিজুর রহমান, নোয়াখালী:
নোয়াখালীর অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হাতিয়া স্টুডেন্টস ফোরাম নোয়াখালী-এর ২০২৬ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্য এবং দীর্ঘদিনের ধারাবাহিক সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের আলোকে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আকাশ চন্দ্র মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম রাসেল।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি: ফুয়াদ আল মাহমুদ,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: তামিম উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক: মো. রাজিব উদ্দিন,
সম্পাদক: জেরিন আক্তার,
দপ্তর সম্পাদক: মোহাম্মদ ফরিদ উদ্দিন।
নবনির্বাচিত নেতৃত্বের অধীনে সংগঠনটি আগামীতেও শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা, মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সুসংগঠিত ও গতিশীল ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত হাতিয়া স্টুডেন্টস ফোরাম নোয়াখালী প্রতিষ্ঠালগ্ন থেকেই রক্তদান কর্মসূচি, হাতিয়া থেকে আগত শিক্ষার্থীদের ভর্তি, হোস্টেল ও মেস সংক্রান্ত সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম, সেমিনার, বিতর্ক এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি আস্থাশীল স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ প্রতিক্রিয়ায় জানান, সংগঠনের উপর অর্পিত দায়িত্ব তারা নিষ্ঠা, সততা ও স্বচ্ছতার সঙ্গে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত সহযোগিতায় হাতিয়া স্টুডেন্টস ফোরাম নোয়াখালীকে শিক্ষার্থীবান্ধব, মানবিক ও আদর্শ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আরও এগিয়ে নেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬