নাটোরের প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্বা, বাবা মেয়ে নিহত আহত ২

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের লালপুরে বনপাড়া-পাবনা মহাসড়কে গোধড়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা মেয়ে নিহত হয়েছে ও আরও ২জন আহত হয়েছেন। নিহতরা হলেন- শাহারিয়ার শাকিল(৩৫) তার মেয়ে সামাইরা খাতুন (২) নিহতদের বাড়ি বগুড়া সদর কইপাড়া গ্রামে।
আহতরা হলেন প্রাইভেটকার ড্রাইভার অজ্ঞাত ও নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী (২৬)
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে পাবনা-বনপাড়া মহাসড়কের কদিমচিলান ইউনিয়নে গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাহরিয়ার যশোরে এসকেএফ কোম্পানির চাকরি করতেন ঈদের ছুটিতে তার বগুড়া বাড়িতে যাওয়ার পথে লালপুরের কদিমচিলান গোধড়া এলাকায় আসলে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে বাবলা গাছের সাথে ধাক্কা লাগলে প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা এসে গুরুত্বর আহত অবস্থায় ৪ জন কে উদ্ধার করে স্থানীয় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করে। নিহত শাহারিয়ার শাকিলের স্ত্রী আহত আয়শা আক্তার রুনী পাটোয়ারী হাসপাতালে ভর্তি আছে, আহত প্রাইভেটকার ড্রাইভার কে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বপনাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫