|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৯:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৩ ০৩:০১ অপরাহ্ণ

ভর্তি বাতিল ও পুনর্বহালের ফি কমানোর সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়


ভর্তি বাতিল ও  পুনর্বহালের ফি কমানোর সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়


ধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের ভর্তি বাতিল ও ভর্তি পুনর্বহালের ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এসব ক্ষেত্রে পুনর্নির্ধারিত ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়েছে। 

আগামী ১ অক্টোবর থেকে এই ফি কার্যকর হবে। রবিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভর্তি বাতিল এবং ভর্তি পুনর্বহাল ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্নাতক (সম্মান) ভর্তি পরিচালনা কমিটির সুপারিশ একাডেমিক কাউন্সিলের ৯৬তম সভা এবং সিন্ডিকেটের ২৩৭তম সভার অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত জতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে কার্যকর হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫