ফেনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কিশোরের মৃত্যু

ঢাকা প্রেস
ফেনী প্রতিনিধি:-
ফেনীর ছাগলনাইয়ায় শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. সিয়াম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুই কিশোর মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে সড়ক পারাপার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়। ফলে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি দেয়ালে ধাক্কা খায়। এতে দুজনেই মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সিয়াম মারা যায়।
নিহত সিয়াম ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ফেনী সদর উপজেলার সাতসতি এলাকার বাসিন্দা।
এই ঘটনায় নিহত কিশোরের আত্মার শান্তি কামনা করছি এবং আহত কিশোরের দ্রুত সুস্থতা কামনা করছি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫