সীতাকুণ্ডে প্রতিবন্ধী শাহানার বসতবাড়ী পুড়ে ছাই

কাইযুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
চট্টগ্রাম সীতাকুণ্ডে শাহানা আক্তার প্রকাশ শানু নামে এক প্রতিবন্ধীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার গভীর রাত তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্বলালানগর এলাকায়।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই পুড়ে সব শেষ হয়ে যায়।
অগ্নিকান্ডের ক্ষয় ক্ষতির সংবাদ পেয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক কমিশনার মোঃ তাহের,সাবেক আমীর মাওলানা তাওহিদুল হক চৌধুরী, বারৈয়াঢালা ইউনিয়ন আমীর মাষ্টার মাহমুদ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিছবাহুল আলম রাসেল, বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশাররফ হোসাইন, যুগ্ন সম্পাদক নুর মোহাম্মদ, ক্ষতিগ্রস্থেরর বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন এবং সাধ্যনুযায়ী সহযোগীতার করবেন বলেপ্রতিশ্রুতি দেন।
অগ্নিকান্ডের কারন জানা যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫