বগুড়ায় মা-ছেলেকে গলা কেটে হত্যা

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন এক নারী ও তার ছেলে। সোমবার রাতে উপজেলার গুজিয়ার সাদুল্লাপুর বটতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন—কুয়েতপ্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৩৫) এবং তার ছেলে ইমরান নাজির (১৮)। ইমরান স্থানীয় ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাড়িতে রাজমিস্ত্রিরা কাজ করতে এলে ভেতর থেকে দরজা বন্ধ পায়। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে স্থানীয়রা দেয়াল টপকে ঘরে ঢুকে মা-ছেলের রক্তাক্ত লাশ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫